জুলহাস মোল্লা, কলাপাড়া প্রতিনিধি | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কলাপাড়ায় সন্ত্রাসীদের হামলায় আহত ১
জুলহাস মোল্লা, কলাপাড়া প্রতিনিধি
কলাপাড়ায় জমিতে দেওয়া সার ঔষুধ খেয়ে হাঁস মারা যাবার কেন্দ্র করে সুমন মোল্লা (৩২) নামে এক যুবককে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা।
সোমবার (২৮ই আগষ্ট)সাড়ে দশটায় চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সুমন মোল্লার কাছ থেকে জানা যায়, নিজ জমিতে সার ঔষুধ প্রয়োগ করে সবাই কে সতর্ক করে দেয় যে জমিতে সার দেওয়া হয়েছে কারো যেনো হাঁস মুরগী জমিতে না নামে।
তার চাচাতো ভাইয়ের ছেলে খাইরুন মোল্লার দুইটি হাঁস জমিতে সার ঔষুধ খেয়ে মারা যায়। খাইরুন মোল্লার মরা হাঁস নিয়ে স্থানীয় মহল্লাদার হোসেন মিয়াকে জানায় যে, সুমন মোল্লা তার পালিত হাঁস মেরে ফেলেছে।
সুমন মোল্লা এই বলে যে আমি হাঁস মারে নি জমিতে দেওয়া সার ঔষুধ খেয়ে হাঁস মারা যায়। তবুও আমি হাঁসের ক্ষতিপূরন দিতে রাজি আছি।
সারাদিন মাঠে ঘাটের কাজকর্ম শেষ করে রাতে বাড়ি ফেরার পথে সুমন মোল্লাকে খাইরুন মোল্লার ভাই সবুজ মোল্লা, উমরআলী মোল্লা তাদের সাথে আরো ছিলো বেল্লাল জমাদ্দার ও শামিম জমাদ্দার একসাথ হয়ে সুমন মোল্লাকে চাপাটি , রড , লাঠি দিয়ে এলোপাথাড়ী ভাবে মেরে রক্তাক্ত জখম করে এই বলে হুমকি দেয় যে তোকে আজ মেরে ফেলবো।
পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে রকাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসে।
বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছ থেকে জানা যায়।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
Desh24.news | Azad
.
.