মোঃ শরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ঘিওরে বাড়ি যাওয়ার পথে ভুট্টা ক্ষেতের পাশ থেকে থেকে তুলে নিয়ে এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত হলেন বড়োটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি এলাকার মোঃ আফজাল হোসেন (৫০)।
জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রতিবেশীর বাড়ি বেড়াতে যাওয়ার পথে ভুক্তভোগী কিশোরীর মুখ চেপে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে আফজাল হোসেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত আফজাল হোসেন পালিয়ে যায়।
ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়েটি খুবই সহজ-সরল। আফজাল আমার মেয়েটির সর্বনাশ করেছে, আমি ওর কঠিন বিচার চাই।
ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা থানায় একটি৷ শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।এবং পরবর্তীতে সাব ইন্সপেক্টর মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আফজাল হোসেন (৫০) কে গ্রেফতার করে
আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১১:০১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
Desh24.news | Azad
.
.