আব্দুর রাজ্জাক ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধ | শনিবার, ১০ জুন ২০২৩ | প্রিন্ট
অবশেষে ধরা পড়লো আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা রাজ্জাক (৫০)। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান। এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকা থেকে তাকে আটক করেন মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশ।
আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈরের মধ্যভান্ডারা গ্রামের মৃত মকবুল
হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও, দিনাজপুর, বগুড়াসহ কয়েক জেলার বিভিন্ন থানায় মোট ৪১ টি চুরি, মাদকসহ বিভিন্ন মামলা তদন্তাধীন ও বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এর আগে ৪ জুন চক্রের অন্যতম সদস্য ইসমাইল হোসেনকে (২৮) ঘিওরের কলতা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে ২টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ঘিওর উপজেলার কলতা এলাকায় মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় আটক হয় পঞ্চগড় জেলার দ্বেবীগঞ্জ উপজেলার মাষ্টার পাড়া গ্রামের ইসমাইল হোসেন (২৮)। এঘটনায় ঘিওর থানায় মামলা করেন মোটরসাইকেল মালিক ইউপি সদস্য মোঃ রাজিব মিয়া। ইসমাইলের দেয়া তথ্যে পুলিশ হন্যে হয়ে খুঁজে চক্রের মূল হোতাকে ধরতে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে মূল হোতা। এসময় ঘিওর থেকে ডিস্কভার (১২৫ সিসি) ও রাজবাড়ী থেকে (পালসার ১৫০ সিসি) চুরি করা দুটি মোটর সাইকেল
উদ্ধার করে ঘিওর থানার পুলিশ।
ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমান বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ভূয়া কাগজ পত্র তৈরি করে বিক্রি করতেন। এসব চোরাই মোটরসাইকেল বিভিন্ন অপরাধমূলক কাজেও ব্যবহৃত হতো। মূলহোতা রাজ্জাককে শনিবার দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৩:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩
Desh24.news | Azad
.
.