মোঃ জুলহাস মোল্লা কলাপাড়া প্রতিনিধি | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জয়নাল মৃধার রগ কর্তন ও প্রবীণ আওয়ামীলীগ নেতা বারেক চৌকিদার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিব গাজী, ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আঃ লতিফ গাজীর ছেলে রাইসুল ইসলাম রাজিব গাজী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তানিম মোল্লা, ধানখালী কলেজের ইমাম সাকিবুল ইসলাম, গুরুতর আহত বারেক চৌকিদারের স্ত্রী মমতাজ বেগম ও আহত ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জয়নাল মৃধা মেয়ে মোসাঃ জারা।
এসময় ইউনিয়ন ছাত্রলীগ ,অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ও আহত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
বক্তব্যরা বলেন ধানখালী ইউপি নির্বাচনের জের ধরে নবনির্বাচিত চেয়ারম্যান শাহাজাদা পারভেজ টিনু মৃধা শপথ গ্রহন শেষ করে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জয়নাল মৃধা ও প্রবীন আওয়ামীলীগ নেতা বারেক চৌকিদারককে হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন।
দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা
Posted ৬:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
Desh24.news | Azad
.
.