মানিকগঞ্জ প্রতিনিধি | রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের সিংগাইরে শিশু ধর্ষণের চেষ্টা মামলায় মোহাম্মদ আনার (২৯) নামের এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
রোববার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারকি আদালতের বিচারক বেগম তানিয়া কামাল আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দন্ডিত মোহাম্মদ আনার মিয়া মানিকগঞ্জের সিংগাইরের খাশেরচর এলাকার মো.মোতালেব মিয়ার ছেলে।
রাষ্ট্রপক্ষের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি একেএম নুরুল হুদা রুবেল জানান, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২০১৫ সালের ২৮ এপ্রিল দুপুরে ৬ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত মোহাম্মদ আনার। পরে ঘটনার সাতদিন পর ৫মে ওই নির্যাতিতা শিশুর বাবা মোহাম্মদ আনারকে আসামী করে অভিযোগ দায়ের করেন সিংগাইর থানায়। এরপর ২০১৫ সালের ২৭ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মোহাম্মদ আনারকে অভিযুক্ত করে আদালতে চার্শিট দাখিল করেন। মামলায় ৬ জনের স্বাক্ষী গ্রহন শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক আসামীর উপস্থিতিতে মোহাম্মদ আনারকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.