মঙ্গলবার ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মোহনপুরের রাস্তা দখল করে সিঁড়ি স্থাপনের চেষ্টা

রাজশাহী প্রতিনিধি   |   বুধবার, ০৮ মার্চ ২০২৩ | প্রিন্ট  

মোহনপুরের রাস্তা দখল করে সিঁড়ি স্থাপনের চেষ্টা

 

রাজশাহীর মোহনপুর উপজেলা সদর বাকশিমইল গ্রামের রাস্তা দখল করে লোহার সিঁড়ি স্থাপনের চেষ্টা করেন সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য শ্রী দিলিপ কুমার সরকার তপন। এসময় এলাকাবাসী সিঁড়ি স্থাপনে বাঁধা দেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এঘটনা ঘটে। পরে জেলা পরিষদ সদস্য শ্রী দিলিপ কুমার সরকার তপন এর বিরুদ্ধে মোহনপুর থানায় পৃথক দুটি অভিযোগ দেন এলাকাবাসী।


 

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ।

 

অভিযোগ কারি একই গ্রামের আনোয়ার হোসেন গোলাপ বলেন, তপন যে ঘর দখল করে আছে সেটা আমার ক্রয়কৃত সম্পত্তি। তিনি আমার কাছে সেই জমি বিক্রি করেছেন। আমার নামে দলিল থাকা সত্তেও জোর করে জবর দখল করে আছেন। এবিষয়ে বাটয়ারা মামলা আদালতে চলমান রয়েছে। যার দাগ নাম্বার ১০৪৬ ও ১০৪৭ দলিল নাম্বার ১৬৭৭ রেজিস্ট্রিকৃত তারিখ ৭/৫/২০০৭। এরপরেও সেই দোনাক ঘরের বাইরে লোহার সিঁড়ি তৈরি করে সাধারণ জনগনের রাস্তাকে সংকুচিত করার চেস্টা করেছে যা সাধারন জনগনের জিবন যাএা ব্যহত করবে।

 

গ্রামবাসীর পক্ষে আরেক অভিযোগকারি মোস্তফা কামাল বলেন, রাস্তার ধারে শী দিলিপ কুমার সরকার তপন জোর পূর্বক রাস্তার উপর লোহার নির্মিত সিঁড়ি স্থাপন করতে গেলে জনতার সাথে আমি বাঁধা প্রদান  করি। সেসময় আমাকেসহ সবাইকে গালি -গালাজ করেন ও হুমকি প্রদান করে তপন। তিনি আরো বলেন, আমরা অভিযোগ দিয়েছি। এর সুষ্ঠু বিচার কামনা করছি।

Facebook Comments Box

Posted ১:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com