আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০ আসামি।
গতকাল সোমবার মাদক বিক্রি, মূলতবী গ্রেফতারী পরোয়ানা ও নিয়মিত মামলার দশ আসামী গ্রেফতার করা হয়। আসামীগণদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, শ্রীবাড়ী গ্রামের মো: সোহেল রানা, বাইলজুরী গ্রামের রুবেল হোসেন, ঘিওর পূর্ব পাড়ার সুহাগী বেগম, বেপারীপাড়ার মুরছালিনা, বড় রামকান্তপুর গ্রামের নিপেন চন্দ্র সরকার, তেরশ্রীর মো: বাবুল হোসেন, ঘিওর সদরের মোঃ মানিক মিয়া, পাঠাইকোনার নুর আলম, জাবরা গ্রামের মোঃ তুষার খান, পয়লার মোঃ রুবেল আলী।
ঘিওর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুর রহমান বলেন, পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় এবং শিবালয় সার্কেল মহোদয় এর সার্বিক সহযোগিতায় বিশেষ অভিযানে দশ আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরো জানান, অপরাধী যেই হোক আইনের হাত থেকে কেউ পার পাবে না। ঘিওর থানা পুলিশ সব সময় অপরাধীদের আটক করতে প্রস্তুত রয়েছে।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.