ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধভাবে চলছে তিন ফসলি জমির মাটি কাটার ধুম। প্রশাসনের নজর ফাঁকি দিয়ে কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই এ সব মাটি যাচ্ছে উপজেলার বিভিন্ন জায়গায়। বড় ভাই এডিসি জেনারেল ও আর্মির ব্রিগেডিয়ার পরিচয় বহন করে করছে এ মাটি ব্যবসা। অবৈধভাবে মাটি কাটার কারণে কৃষি আবাদ কমে যাচ্ছে – ফসলি জমি পরিণত হচ্ছে জলাশয়ে। দেখা যায়, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়েনের বিল কালীদাহ গ্রামে এসব মাটি বিক্রির মহাৎসব ।
সরেজমিনে গিয়ে দেখা যায় মাটি ব্যবসায়ীরা প্রায় ৫- ১০ ফুট গর্ত করে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এতে পাশের ফসলি জমি ভেঙে পড়ছে। ব্যবসায়ী শাহাদাত কৃষকের রোপণকৃত ফসলি ক্ষেতের উপর দিয়ে নিচ্ছে রাস্তা। এতে ক্ষতি হচ্ছে ফসল, প্রতিবাদ করলে হয়তো ক্ষতিপূরণ নয়তো মামলা দেওয়ার হুমকি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী দুঃখের সাথে জানায়, এসব মাটি ব্যবসায়ীরা অনেক ক্ষমতাশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তারা মামলা হামলার হুমকি দেয়। তাদের বড় ভাইয়েরা অনেক ক্ষমতাশালী আর ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় রাস্তার ধুলায় রাস্তার পাশে থাকা ফসলের মধ্যে ধুলার প্রলেপ পড়ে যায়, শুধু তাই নয়, ধুলা ঢুকে যাচ্ছে বাড়িঘরের ভেতর। এতে ছোট ছোট বাচ্চাদের শ্বাস কষ্ট হচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে আসবাবপত্র।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা বলেন, তিন ফসলি জমি কাটার কোনো অনুমোদন নেই। তবু আমাদের বিধিনিষেধ উপেক্ষা করে লুকোচুরি করে চালানো হচ্ছে। এ ছাড়া এরা কৃষি জমি কেটে ছোট করছে জমির পরিমাণ । এতে কমে যাচ্ছে ধান-চালের আবাদ। আমি এর আইনানুগ ব্যবস্থা নেব।
Posted ৮:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.