মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে নুর আলম (২৪) কে ২০ বোতল ফেন্সিডিল ও মশিয়ার রহমান (২৫) কে ৬০ পিস টাফেন্টা (নেশা জাতীয়) ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাতে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রাম থেকে নুর আলমকে আটক করা হয়। একইসাথে বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকা থেকে মশিয়ার রহমানকে আটক করা হয়।
আটক নুর আলম শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে এবং মশিয়ার রহমান পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে নুর আলম কে ২০ বোতল ফেন্সিডল ও মশিয়ার রহমানকে ৬০পিছ টাফেন্টা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, মাদক চোরাচালানের সময় ওই দুই ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের রোববার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ১:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.