স্টাফ রিপোর্টার | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের তরা এলাকা থেকে আজ শুক্রবার সকালে রুবেল মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ঘিওর থানার পুলিশ।
জানা গেছে, ঘটনার দিন রাতে বাড়ির সকলের সাথে রাতের খাবার খেয়ে রমজান আলীর ছেলে রুবেল মিয়া তার ঘরে ঘুমাতে যায়। বৃহস্পতীবার রাত আনুমানিক ১২টার দিকে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে মনের দুঃখে আত্মহত্যা করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোঃ আমিনুর রহমান জানান, রুবেল মিয়া দীর্ঘদিন যাবৎ যক্ষা ও একাধিক মামলায় জড়িত থাকায় মনের দুঃখে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ঘিওর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Posted ৫:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.