ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
আজ ১ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টার সময় ঈশ্বরদী উপজেলার সাঁড়া চাঁদমারী মোড় হতে পদ্মা নদীর ব্লক পর্যন্ত ৩ হাজার তালের অাটি(বীজ) রোপন এবং পদ্মা নদীর বেড়ি বাধে বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ কর্মসুচী উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ অাগস্ট চলনবিলে এক নৌভ্রমণে গিয়ে নৌকাডুবিতে ঈশ্বরদীর পাঁচজন ব্যক্তির করুণ মৃত্যু ঘটে।নিহতরা হলেন শাহানাজ পারভীন পারু,স্বপন বিশ্বাস ও তার কন্যা সৌদা মনি, বিল্লাল গনি ও তার স্ত্রী শিউলি বেগম।
নিহতদের স্মরণে প্রাইমারি কালচার ডেভেলপমেন্ট সেন্টার(PCDC)এক বৃক্ষরোপণ কর্মসুচীর অায়োজন করে। উক্ত বৃক্ষরোপণ কর্মসুচী উদ্বোধন করেন ১ নং সাঁড়া ইউপি’র চেয়ারম্যান মোঃ এমদাদুল হক রানা সরদার ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঈশ্বরদী উপজেলা শাখার অাহ্বায়ক মাসুদ রানা। উক্ত অনুষ্ঠানে সাঁড়া ইউপি’র ৭ ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দীন বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন বৃক্ষরোপন কর্মসূচীতে,তালের বীজ দিয়ে সহযোগিতা করেন মাসুদুল হক রানা এবং বৃক্ষের চারা দিয়ে সহয়োগিতা করে নিউ এরা ফাউন্ডেশন।।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.