(আব্দুর রাজ্জাক) | সোমবার, ২১ মার্চ ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলমাঠে পিকআপ ভ্যান চাপায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৬ জন। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা নাসরিন (৩৫) ও একই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে জারিন তাসনিম (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির পিকআপ ভ্যান স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখা হতো।
সকালে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়।
শিক্ষক ফাতেমাসহ গুরুতর আহত আরও ৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মুন্নু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়।
স্কুলের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়ির চালককে আটক করেছে এলাকাবাসী।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ২:২৬ অপরাহ্ণ | সোমবার, ২১ মার্চ ২০২২
Desh24.news | Azad
.
.