বুধবার ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে ইটভাটা চালু রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান 

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট  

দৌলতপুরে ইটভাটা চালু রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান 

ছবির ক্যাপশন: ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চত্বরে ইটভাটা মালিক সমিতি দৌলতপুর শাখার উদ্যোগে ইটভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে এবং ভাটা চালু রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান।


৪মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে দৌলতপুরের প্রায় ৩৬টি ছোট বড় ইটভাটার মালিক শ্রমিক কর্মচারী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে সমবেত হয়।

এ সময় শ্রমিকদের বিভিন্ন নেতারা ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকে। তারা বলেন, কুষ্টিয়ার ১০ হাজার ইটভাটা বন্ধ হলে ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে, সরকারি বেসরকারি কাজে উন্নয়ন বন্ধ হয়ে যাবে, ভাটা বন্ধ করার আগে ক্ষতি পূরণ দিতে হবে। এরকম বিভিন্ন স্লোগানে তারা বিক্ষোভ করতে থাকে। সেসময় তারা দৌলতপুরে ২০২৪-২৫ মৌসুমে ইটভাটায় ভ্রাম্যমান আদালত ও ভাটা বন্ধ না করার দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ফজলুল রহমান, সাধারণ সম্পাদক বসির উদ্দিন বিশ্বাস, ভাটা মালিক নূরুল ইসলাম, ইয়াসিন শাহ্, শহিদুল ইসলাম ওলি, মো.জাহাঙ্গীর আলমসহ অনেকেই। বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ইট ভাটা পরিচালনা করে আসছি। কিন্তু ২০১৩ ও ২০১৯ সালে বিগত সরকার কালো আইন করে। আমরা সেই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি।

বর্তমানে আমরা নিয়ম মাফিক সকল কাগজপত্র জমা দিলেও লাইসেন্স দেয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে চলতি মৌসুমে সকল ইট ভাটা বন্ধ না করে আগামী কয়েক মাস সময় দিয়ে ভাটা পরিচালনার সুযোগ দেয়ার দাবি জানান তারা। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর নিকট স্মারকলিপি প্রদান করেন ইট ভাটার মালিকগন।

 

 

Facebook Comments Box

Posted ৯:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com