আজিজুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
ফরিদপুরের সালথায় মোছা: মারিয়া (মাবিয়া) আক্তার (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার ওই গ্রামের হাবিজুল শেখের স্ত্রী।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গতকাল রাতে কোন এক সময়ে বাবার টিনের বসত গৃহের রুমের মধ্যে আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে শোকের ছায়া বিরাজ করলেও তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই বলে স্থানীয়দের দাবী।
স্থানীয়রা জানান, একটি ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়িয়েছিলেন মাবিয়া। এর সূত্র ধরে পরকীয়া প্রেমিক তার গোপন ভিডিও তার স্বামীকে বলে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন।এ নিয়ে একাধিকবার ঝামেলা হয়েছিল তাদের মধ্যে।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে সালথা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।
Posted ২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.