আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি | রবিবার, ১০ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে নৌকায় ঘুরানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশু কে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক ঐ গ্রামেরই ভিন্ন ধর্মীয় হিন্দু সম্পাদায়ের ধীরেন মালোর ছেলে, বিধান মালো (৫০)। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্থ শিশুটির চাচা লুৎফার ফকির। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে আটক করেছে।
ঘটনার বিবরনে জানা যায়, গত ৮ জানুয়ারী শুক্রবার বিকালে বিষ্ণুদী গ্রামে ধর্ষীতার বাড়ির নিকট কাগদী বাওড়ের ভিতর নৌকার মধ্যে এই ধর্ষনের ঘটনা ঘটে। ওই শিশুটি প্রতিদিনের ন্যায় বাওড়ের পাশে খেলাধুলা করতে যায়। অভিযুক্ত বিধান মালো শিশুটিকে নৌকায় ঘুরানোর প্রলোভনে বাওড়ের পাড় থেকে ডেকে নেয় নৌকায়। পরে নৌকার মধ্যে মাচালের উপরে মুখ বেঁধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। শিশুটির আত্মচিৎকার শুনে পবিবারের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। পরে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হসিপাতালে ভর্তি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সালথা থানার এস আই মিজানুর রহমান বলেন, মামলার তদন্তের দায়িত্ব আমাকে দেওয়ার পর, আমি আসামীর এলাকায় ব্যাপক ভাবে পুলিশি অভিযান চালিয়ে ধর্ষক কে আটক করি। পরে ধর্ষককে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমের শরীরীক অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসি শাখায় প্রেরন করা হয়েছে।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১০ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.