আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশের চলচিত্র জগতের আলোচিত নায়িকা পরীমনি মানিকগঞ্জ শহরে একটি কসমেটিকস শোরুমের উদ্বোধন করেছেন।
সোমবার বিকেলে শহরস্থ ল’কলেজ মার্কেটে শোরুমটির উদ্বোধন করেন। এসময় পরীমনির সঙ্গে ছিলেন চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী।
এছাড়া হারল্যান এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমদাদুল হক সরকার, হেড অব অপারেশন আব্দুল আলীম শিমুল, মানিকগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।
শোরুম উদ্বোধনকালে পরীমনি বলেন, হারল্যান আন্তর্জাতিক মানের খ্যাতনামা অথেনটিক কসমেটিকস ও প্রসাধনী পণ্য নিজস্ব রুমের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।
উদ্বোধনের পর ল’কলেজ মাঠে পরীমনি হারলানের পণ্য সামগ্র্রী নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন। লটারিতে নির্বাচিত দর্শকদের উপহার সামগ্রী তুলে দেন।
এদিকে মুস্তারী কমপ্লেক্সে উদ্বোধনের সময় দর্শকদের ভীড় সামলাতে পুলিশ ও কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়।
হারলান সংশ্লিষ্টরা জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় হারলান ষ্টোর চালু করা হবে। হারলানের কসমেটিকস ও প্রসাধনী পণ্য সৌন্দর্য প্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদা পূরণ করবে।
Posted ৭:২৫ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.