আব্দুর রাজ্জাক, (মানিকগঞ্জ ) | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ ভারতীয় ফেন্সিডিলসহ একাধিক মামলার মাদক ব্যবসয়ী চঞ্চল মিয়াকে (৩৫) আটক করা হয়েছে। হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল তাকে আটক করে। এসময় ভারতীয় ৩১ বোতল ফেন্সিডিল ও সিমকার্ডসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃত চঞ্চল মিয়া উপজেলার বাল্লা ইউনিয়নের মৃত নূর আলমের ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো.আরিফ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুরের বাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার কাছ অবৈধ ভারতীয় ৩১ বোতল ফেন্সিডিল, সিমকার্ডসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়। নতুন করে হরিরামপুর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আসামী চঞ্চল মিয়া চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। এছাড়াও আন্তঃজেলার ডাকাত দলের একজন সক্রিয় সদস্যও। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির ৪টি মামলাও আছে।
Posted ৯:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
Desh24.news | Azad
.
.