মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে এক মাদক সেবীর ৩ মাসের সাজা
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক সেবন ও বহনের দায়ে আলাল হোসেন (২৭) নামে এক মাদক সেবনকারী ও বিক্রেতাকে তিন মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সন্ধায় উপজেলা উত্তর সুজাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে, আলাল হোসেনকে মাদক সেবন ও বহন করার সময় আটক করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত মাদকসেবী আলাল হোসেন উত্তর সুজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ধৃত আলাল হোসেনকে মাদক সেবন ও বহন করার সময় আটক করে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনে ৩৬(৫) ধারায় তিন মাসের কারাডন্ড প্রদান করা হয়।
Posted ৬:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.