মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: | শনিবার, ১১ মার্চ ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে পাঁচ জন জুয়াড়ী,মাদক মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামী সহ ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার বিকেলে তাদের দিনাজপুর জেল
হাজতে প্রেরন করা হয়।
আটক জুয়াড়ীরা হলেন,উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের উষাহার গ্রামের মৃত.ছমস উদ্দিন এর ছেলে মো.নুর ইসলাম(৬২),একই গ্রামের মৃত ছলিমুদ্দিন এর ছেলে মো.সাইফুল মন্ডল(৩৫), মৃত মহির উদ্দিন এর ছেলে মো.আব্দুর রহমান(৫২),পানিকাটা গ্রামের মো.শহিদুল তরফদার এর ছেলে মো.মিজানুর রহমান(৪২),জোয়ার গ্রামের মো.মমিনুল মুন্সির ছেলে মো.জাকিরুল ইসলাম (৩৬)।
পুলিশ জানায়,শুক্রবার রাত ১১টায় এলুয়াড়ী ইউনিয়নের জোয়ার গ্রামস্থ একটি ইট ভাটার পাশে পরিত্যাক্ত জায়গায় জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের হাতে নাতে আটক করে মামলা দায়ের করেন। একই সাথে ওই রাতেই পৌর শহরের গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামের মৃত আব্দুল আজাদের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী মো.মঞ্জুরুল ইসলামকে আটক করে। অপরদিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরি হাট গ্রামের দফিল উদ্দিন এর ছেলে আনোয়ার হোসেন(৩১)কে ৯ পিছ ট্যাফেন্টা ট্যাবলেট ও ৫ গ্রাম গাজাসহ বিজিবি সদস্যরা আটকরে থানায় সপোর্দ করে,২৯বিজিবির হাবিলদার মো.হাবিবুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম জানান,শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৫জন জুয়াড়ীকে আটক করে মামলা দায়ের করা সহ একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করা হয়েছে সেইসাথে বিজিবি কতৃক মাদক সহ একজনকে আটক করে থানায় মামলা করলে তাদের সকলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে
Posted ৭:১৯ অপরাহ্ণ | শনিবার, ১১ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.