ডেস্ক রিপোর্ট | শনিবার, ১২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
দৌলতপুর(কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪নং মরিচা ইউপির বৈরাগীর চর বাজারের নিচে পদ্মা নদী থেকে সন্ধ্যার সময় দৌলতপুর থানা পুলিশ নীল রংঙের গেঞ্জী ও লুঙ্গি পরা এক যুবকের লাশ উদ্ধার করেছে। জানাযায়, শনিবার সন্ধায় ফিলিপনগর ইউপি’র আলীনগর গ্রামের নিচে পদ্মা নদীতে এই লাশ ভাসতে দেখে এলাকাবাসী দৌলতপুর থানায় সংবাদ দেয়। সেসময় থানার এস,আই জামাল সহ আরও দুই অফিসার নিয়ে আলী নগরে পৌঁছলে সেখানকার লোকজন জানায় লাশ পূর্ব দিকে থেকে ভেসে এসেছে। পরে পুলিশ সন্ধায় বৈরাগীরচর বাজারে নিচে পদ্মা নদী থেকে স্থানীয়দের সহযোগিতাই বেওয়ারিশ লাশটি উদ্ধার করে।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪
Desh24.news | Azad
.
.