ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি | বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
: মানিকগঞ্জের ঘিওরে দুই লক্ষ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার বিকেলে ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কলতা এলাকা থেকে আজাদ মোল্লা (৩০) কে আটক করা হয়। আটককৃত আজাদ মোল্লা উপজেলার কলতা এলাকার মনুরুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মাদক ব্যবসায়ী। ডিবি পুলিশ জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এসময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দুই লক্ষ টাকা। এর পর তাকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, আটক আজাদের বিরুদ্ধে ঘিওর থানায় মাদক আইনে মামলা হয়েছে ।
Posted ৮:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুলাই ২০২৩
Desh24.news | Azad
.
.