রামপ্রসাদ সরকার দীপু | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে সাইজুদ্দীনের স্ত্রী ছয় সন্তানের জননী লাইলী (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ আজ রাত সারে ১২ টার দিকে ৭ আসামীকে আটক করা হয়েছে। ঘিওর থানা প্রাঙ্গনে সাংবাদিকদের প্রেসবিফ্রিংয়ে বিষিয়টি নিশ্চিত করেছে ঘিওর থানা পুলিশ।
জানাগেছে, উপজেলার মাইলাগী গ্রামের সাইফুল ইসলামের সাথে একই গ্রামের অনিল গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমির সীমানা নির্ধারন নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বেলা ২টার দিকে অনিল জোরপূর্বক জমির সীমানা ঘেষে ঘর তুলতে যায়। সাইফুল ও তার ফুফাতো ভাই শহিদ তাদেরকে ঘর তুলতে নিষেধ করে। এক পর্যায়ে অনিল, সালেহা গংরা গাছের ডাল দিয়ে অর্তকিত মারধোর শুরু করে। ঘটনাস্থলে লাইলী বেগম এগিয়ে আসলে তারা ক্ষীপ্ত হয়ে লাইলী বেগমকে এলোপ্যাথারী গাছের ডাল দিয়ে মারধোর শুরু করলে মুর্হুতের মধ্যে সে মাটিতে লুটিয়ে পরে। মুমুর্ষ অবস্থায় তাকে ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পরে সে মারা যায়।
ঘিওর ইউপি সদস্য মোঃ মনোয়ার হোসেন ভুঁইয়া জানান, গ্রাম্য শালিষে আমরা সীমানা নির্ধারন করে দিয়ে বাড়িতে চলে আসি। পরে জানতে পারলাম উভয়পক্ষের সাথে মারামারিতে লাইলী বেগম মারা গেছেন।
ঘিওর থানা তদন্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, লাইলী বেগমের ছেলে মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে ঘিওর থানায় ১১জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ২৪ ঘন্টার মধ্যে ৭আসামীকে আটক করেছে। বাকি আসামীদে গ্রেফতারের জোর তৎপরতা চালালো হচ্ছেবলে তিনি জানান।
Posted ৫:২২ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.