আব্দুর রাজ্জাক, (মানিকগঞ্জ ) | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজা উদযাপন সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবনীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোহাঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) অপু মোহন্ত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী শচীন্দ্র নাথ মিত্র, সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল প্রমুখ।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, পুলিশের সকল বিভাগের কর্মকর্তাগণকে পূজা শুর“র পূর্ব থেকে বিসর্জন পর্যন্ত নির্বিঘ্নে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে যথাযথ সতর্কতা অবলম্বনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
Desh24.news | Azad
.
.