মোঃ শরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে সীমানা নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনায় ৫০ বছর বয়সী লাইলী নামের এক নারী গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যুবরণ করে। নিহতের ছেলে সাইফুলের এজাহারের প্রেক্ষিতে হত্যা ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে আনা হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস। হত্যাকারীদের বিচারের দাবী জানিয়েছে নিহতের দুই ছেলে ও চার মেয়ে সহ স্থানীয়রা। ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুর রহমানের দিকনির্দেশনায় ঘিওর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাকির হোসেনের নেতৃত্বে এস আই (নি:)/ আরবীকুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্স একটি অভিযানিক দল ২৯/০৯/২০২৩ তারিখ দিবাগত রাতে ঘিওর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী ১। হানিফ (৪৫), ২। মনোয়ারা (৩২), ৩। লাইলী বেগম (৩৫), ৪। চম্পা (৫৫), ৫। হারান মল্লিক (৫৫), ৬। সুফিয়া (৫০), ৭। মাইনুদ্দিন মানু (৩৮)গণদেরকে গ্রেফতার করে। লাইলী হত্যা ঘটনায় আজ দুপুরে সাংবাদিকের সাথে এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেন জানিয়েছেন, ৭ জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। নিহত লাইলীর ছেলে সাইফুল বাদী হয়ে ১১ জনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্ট চলছে। আদালতে প্রেরণকৃত আসামিদের রিমান্ড চাওয়া হয়েছে।
Posted ৯:১০ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.