আব্দুর রাজ্জাক ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সোহান মিয়া (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সোহান মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের শাহিন মিয়ার ছেলে। গতকাল শুক্রবার সকালে আদালতে পাঠানো হয় অপহরণকারীকে।
মামলার সূত্রে জানা গেছে, উপজেলার তেরশ্রী গ্রামের এক স্কুল ছাত্রীকে স্থানীয় সোহান মিয়া গত ৫ জুলাই অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা চিহ্নিত একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে থানায় অভিযোগ করেন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত ছিল। অবশেষে উন্নত প্রযুক্তির বিশেষ ব্যবস্থাপনায় অপহরণকারীকে আটক এবং স্কুল ছাত্রীকে
উদ্ধার করে করা হয়েছে। আটক সোহানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৪:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
Desh24.news | Azad
.
.