আব্দুর রাজ্জাক ঘিওর, মানিকগঞ্জ : | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষে ঘিওরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ।
১৪ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে পুলিশ সুপার পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম পিপিএম বার এর পক্ষ থেকে পূজামণ্ডপে শারদীয় শুভেচ্ছার উপহার প্রদান করেন। জেলা পুলিশের পক্ষ হতে ফল ও উপহার বিতরন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, ওসি তদন্ত মহব্বত খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন কুমার আইচ, ঘিওর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু ও বিভিন্ন পূজা মন্ডপের নেতাসহ স্থানীয় লোকজন।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.