মোঃ খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | শনিবার, ২৮ আগস্ট ২০২১ | প্রিন্ট
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগাণে জাতীয় মৎস্য সপ্তাহ’ ২০২১ শুরু হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার (২৮ আগষ্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) শরিফুল ইসলাম। এসময় খামার ব্যবস্থাপক রেজাউল ইসলাম ও এনএটিপি প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষের কারণে আমাদের অবস্থান সুদৃঢ় হয়েছে। দেশীয় প্রযুক্তিতে ছোট মাছও চাষের আওতায় আনা হচ্ছে। মৌসুমের অন্যসময়ে জেলেরা যাতে কর্মহীন না থাকে এজন্য ৪০ জন জেলেকে ভ্যান ও সেলাই মেশিন দেয়া হয়েছে। ঈশ্বরদীতে চার শতাধিক জেলে রয়েছে। বরাদ্দ কম থাকায় করোনা সংকটের মধ্যে অন্যদের এসব সামগ্রী দেয়া সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।
এসময় ঈশ্বরদীর প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় পত্রিকার সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। ##
Posted ৬:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.