মিন্টু মোল্লা, স্টাফ রিপোর্টার | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় জিয়নপুর চরকাটারী বাঘুটিয়া ইউনিয়নের যমুনার শাখা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু কাটার মহোৎসব । রাতেই এসব বালু চলে যাচ্ছে আশেপাশের বিভিন্ন গ্রামের বসতভিটার কাজে । অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী পাড়ের ফসলি জমি, বাড়িঘরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভাঙন হুমকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নই নদী ভাঙন কবলিত এলাকা। প্রতিবছরই নদী ভাঙনের ফলে এসব এলাকার ফসলি জমি, বসতবাড়িসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদীতে বিলীন হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড থেকে ভাঙন ঠেকাতে প্রতিবছরই বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়। অবৈধভাবে ড্রেজার দিয়ে এভাবে বালু উত্তোলনের ফলে ভাঙন আরো ত্বরান্বিত হচ্ছে।
মঙ্গলবার সরেজমিনে ঘুড়ে দেখা যায় জিয়নপুর ইউনিয়নে যমুনার শাখা নদীর আবুডাংগা, জৈন্তা সহ বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে চলছে বালু কাটা।দিনের বেলায় বন্ধ থাকলেও বিকাল হওয়ায় পর থেকেই চলে বালু কাটা।
এ বিষয়ে জানতে চাইলে যমুনার শাখা নদী জৈন্তার ড্রেজার মালিক আবুল হোসেন বলেন, আমার ড্রেজার এক মাস যাবৎ বন্ধ । আগে কিছুদিন বালু কাটছি।আমি নদীর চরাঞ্চল থেকে বালু কাটি।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান,অনেক দিন যাবত ড্রেজার এখানে আনা হয়েছে। দিনের বেলায় বন্ধ থাকলেও বিকালের পর থেকেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু হয়। অবৈধভাবে এই ড্রেজিং এর ফলে এলাকায় ভাঙন আরও বাড়বে।
নাম প্রকাশ না করার শর্তে আবুডাঙ্গা গ্রামের এক ছাত্র বলেন, অনেকদিন যাবত সন্ধ্যার পর থেকেই ড্রেজার দিয়ে বালু কাটা হচ্ছে।
পংতিরছা গ্রামের মোঃ সাগর আলী বলেন, এমনিতেই প্রতিবছর নদীতে বাড়ি ঘর ভাঙে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙন আরও বৃদ্ধি পাচ্ছে। আমাদের নদী পাড়ের মানুষের যে কি কষ্ট তা তো ড্রেজারওয়ালারা বুঝবে না।
আবুডাংগা গ্রামে নদীতে ড্রেজার বসিয়েছে মো: তোতা মিয়া। এ বিষয়ে তিনি বলেন আমার ড্রেজার কয়েকদিন আগে টি এন ও ভেঙে দিয়েছে। এখন আপাতত বন্ধ রয়েছে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন আমরা প্রতিনিয়ত অবৈধ ড্রেজার চালকেদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। যমুনার শাখা নদীর ড্রেজার দিয়ে মাটি কাটার বিষয়টি জানতাম না। দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৮:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.