বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী শিক্ষা—ফারজানা ইয়াসমিন

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০২ নভেম্বর ২০২২ | প্রিন্ট  

নারী শিক্ষা—ফারজানা ইয়াসমিন

“ফারজানা ইয়াসমিন”

সহকারী শিক্ষক (ইংরেজি), শাকরাইল উচ্চ বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ।


‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের এশটি শিক্ষিত জাতি দেব’-নেপোলিয়নের এই চিরস্বরনীয় বানীর প্রতিধ্বনি আজও বিশ্বের বুকে অনুরনিত হচ্ছে, কেননা বিশ্ব শিক্ষা ব্যবস্থার উন্নতি বা নতনত্ব হলেও লক্ষ্য লক্ষ্য নারী এখনো শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। যার ফলে সন্তানের প্রথম হাতেহড়ি যে শিক্ষকের হাতে সেই থেকে যাচ্ছে অন্তরালে। শিশুরাই আগামী দিনের কর্ণধার, সন্তান শিক্ষিত না হলে স্বাভাবিকভাবেই জাতির ভবিষ্যৎ অন্ধকার। নোবেল বিজয়ী অর্থনিতিবিদ অমর্ত্যসেন নারী শিক্ষা প্রসঙ্গে বলেছেন, নারী শিক্ষা এশটি দেশের সামগ্রিক উন্নয়নের প্রধান উপকরনসমূহের মধ্যে অন্যতম। তাই সমাজ তথা সভ্যতার বিকাশে নারী শিক্ষার কোন বিকল্প নেই। নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সারাজীবন নারী শিক্ষার জন্য সংগ্রাম করেছেন। কারন তিনি অনুধাবন করেছিলেন পুরুষের পাশাপাশি নারীকেও হতে হবে শিক্ষিত ও স্বাবলম্ভী। কাজেই কোন দেশের কোন জাতির কোন সমাজের উন্নয়ন-নারী শিক্ষার উন্নয়ন ছাড়া সম্ভাব নয়।

আজ এশবিংশ শতাব্দির এই অগ্রগতির সময়েও আমাদের অধিকাংশ নারীই শিক্ষাবঞ্চিত। ফলে নারী শিক্ষার অগ্রগতির জন্য নানামুখী পদক্ষেপ নিতে হবে। নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধ করে নারীর শিক্ষাগ্রহনের পথকে সুগম করতে হবে। বয়স্ক নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করতে হবে। সর্বোপরি নারী শিক্ষার উন্নতিকল্পে শুধু সরকারই নয়, পরিবার এবং সমাজকেও এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box

Posted ৯:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০২২

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com