শনিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘিওরে দেশি জাতের বীজ রক্ষার শপথ ১৬ জেলার কৃষকদের

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট  

ঘিওরে দেশি জাতের বীজ রক্ষার শপথ ১৬ জেলার কৃষকদের

ঘিওরে দেশি জাতের বীজ রক্ষার শপথ

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :


মানিকগঞ্জের ঘিওরে দেশী বীজ প্রদর্শনী ও বিনিময় উৎসব পালিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে প্রাণ বৈচিত্র্য খামারে এই ব্যতিক্রমী উৎসব পালিত হয়। এতে মানিকগঞ্জ জেলা ছাড়াও দেশের পাবনা, রাজবাড়ি, নেত্রকোনা, সাতক্ষিরা, টাঙ্গাইল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়াসহ ১৬টি জেলা থেকে কৃষক-কৃষাণীরা অংশ নেন। কৃষকের বিনিময় উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রাকৃতিক কৃষক সমাজ এর ব্যানারে এই উৎসবে বীজ প্রদর্শনী ও বিনামূল্যে বিনিময় ছাড়াও বীজ সংরক্ষকদের বক্তব্য, স্থানীয় বীজ বিষয়ক আলোচনা, সংরক্ষণ ও করণীয় নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা হয়। এতে বক্তব্য দেন, প্রাকৃতিক

কৃষি কেন্দ্রের পরিচালক দেলোয়ার জাহান, কৃষি গবেষক মোঃ ইফতেখার আলী, পরিবেশবাদী লেখক ও গবেষক পাভেল পার্থ, নিরাপদ খাদ্য আন্দোলনের রাজবাড়ি আঞ্চলিক সমন্বয়কারী আসাদুল্লাহ, নওগাঁ’র কৃষক রফিকুল ইসলাম, জাতীয়

পুরষ্কারপ্রাপ্ত কৃষাণী সাতক্ষিরার আলপনা রাণী মিস্ত্রী, কৃষাণী ডালিয়া আক্তার, নেত্রকোনা থেকে জাতীয় কৃষি পুরষ্কারপ্রাপ্ত শাহেদ আহমেদ বাচ্চু

প্রমুখ।

 

বক্তারা বলেন, বীজ হচ্ছে কৃষির মূল চালিকা শক্তি। ভালো বীজ না হলে ভালো ফসল আশা করা যায় না। হাইব্রিড বীজ একবার চাষ করলে পরের বছর আর ওখান থেকে বীজ রাখা যায় না। কৃষকদের তাই বার বার বাজার থেকে বীজ কিনতে হয়। এতে কৃষকরা ক্ষতির মুখে পড়েন। কৃষকরা হারিয়ে ফেলেন বীজের স্বাধীনতা। দেশি বীজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে প্রতিবারই বীজ রাখা যায়। এ ফসলের স্বাদ ও গুণ অনেক ভালো হয়। দেশি বীজ সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। এ বীজ রক্ষায় আমরা সচেতন হবো।

 

এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের সংরক্ষিত প্রায় ২শতাধিক প্রজাতির ফসল, ফল, ফুল, ওষধী বীজ বিনামূল্যে একে অপরের সাথে বিনিময় করেন। এসময় উপস্থিত কয়েকশত কৃষক- কৃষাণী দেশি জাতের বীজ রক্ষার শপথ নেন।

বিকেলে ফসলের গান ও প্রাকৃতিক কৃষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।  এসময় স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Facebook Comments Box

Posted ৮:১৪ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com