স্পোর্টস ডেস্ক: | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ | প্রিন্ট
শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে অন্যদের দূরত্ব অনেক। এখান থেকে নাটকীয় কিছু ছাড়া অন্য কোনো দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সম্ভাবনা ক্ষীণ।
আবাহনী, শেখ জামাল, মোহামেডান আর চট্টগ্রাম আবাহনীর মধ্যে লড়াইটা আসলে দুইয়ে জায়গা করে নেয়ার। সোমবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব সে লক্ষ্যে এগিয়ে গেল আরেক ধাপ।
শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে সাবেক চ্যাম্পিয়নরা আবাহনীকে টপকে উঠে গেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে দুই গোল করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শফিকুল ইসলাম মানিকের দল।
৫৯ মিনিটে গাম্বিয়ান সুলেইমান শিলার গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৬৬ মিনিটে আরেক গাম্বিয়ান পা ওমর জোবে ব্যবধান দ্বিগুণ করেন।
১৭ ম্যাচ শেষে শেখ জামালের পয়েন্ট ৩৮। শেখ রাসেল ক্রীড়া চক্র ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র।
শেখ জামাল ও শেখ রাসেল ক্রীড়া চক্রের এই ম্যাচের মধ্য দিয়ে ঈদ বিরতিতে গেল প্রিমিয়ার লিগ।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
Desh24.news | Azad