মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: | শনিবার, ২০ মে ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে পানি নিস্কাশনের ড্রেন বন্ধ করে দেয়ায়,চলাচলের রাস্তায় জলাবদ্ধাতা সৃষ্টি হয়েছে,এতে চরম দুর্ভোগে পড়েছেন পাঁচ হাজার গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহদিপুর গ্রামে। ওই গ্রামের একমাত্র চলাচলের রাস্তা মহদিপুর থেকে লক্ষিপুর যাওয়ার রাস্তাটিতে,জলাবদ্ধাতা সৃষ্টি হওয়ায় গ্রামবাসীরাসহ শিক্ষার্থীরা চলাচল করতে পারছেনা,এমন কি তাদের উৎপাদিত কৃষি পণ্য বহন করতে পারছেনা,এতে করে চরম বিপাকে পড়েছে ওই এলাকার বাসীন্দারা। শনিবার সকালে সরেজমিনে দেখা যায়,মহদিপুর গ্রাম থেকে খয়েরবাড়ী ইউনিয়ন কার্যালয়সহ লক্ষিপুর বাজার দিয়ে ফুলবাড়ী উপজেলা সদর ও বিরামপুর উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কাঁদা-পানিতে ডুবে গেছে রাস্তাটি। গ্রামবাসীরা জানায়,আগে পানি নিস্কাশনের সমস্যসা ছিলনা। পানি নিস্কাশনের মাটির কাচাঁ ড্রেনটি মাটি দিয়ে বন্ধকরে,ওই গ্রামের সাহাদুল নামে এক ব্যক্তী মুরগীর ফার্ম নির্মান সহ একই গ্রামের গফ্ফার মিয়া পুকুর খনন করে পাড় বাধার কারনে,পানি নিস্কাশন বন্ধ হয়ে পড়েছে,ফলে সামান্য বৃষ্টিপাতে রাস্তাটি জলাবদ্ধাতা সৃষ্টি হচ্ছে,এতে করে ওই গ্রামের মানুষ চলাচল করতে পারছেনা, একই ভাবে তাদের উৎপাদিত কৃষিপণ্যও বাজার জাত করতে পারছেনা এবং শিক্ষার্থীরাও স্কুলে যেতে সমস্যায় পড়ছে। এ নিয়ে পুকুর খননকারী ও ফার্মনির্মাণ কারির সাথে গ্রামবাসীদের দ¦ন্দ চলছে। মহদিপুর গ্রামের ইউনুছ আলী,আব্দুর রশিদ,আব্দুল খালেকসহ গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, এই রাস্তা দিয়ে মহদিপুরসহ আশপাশের কয়েকটি গ্রাম কিসমত লালপুর, বারাইপাড়াসহ কয়েকটি গ্রামের মানুষ,শত শত বছর থেকে যাতায়াত করলেও,এখন পর্যন্ত এ রাস্তাটি পাকা করা হয়নি। ফলে মহদিপুরসহ কয়েকটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ বর্ষকালে কাদা-পানি ভেঙ্গে চলাচলা করছে। নতুন পুকুর খননকারী গোফাফার হোসেন বলেন, তিনি তার নিজ জায়গায় পুকুর খনন করেছেন, একই কথা বলেন সাহাদুল ইসলাম। খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক বলেন,বর্ষার পানি নিস্কাশনের জন্য পাকা ড্রেন নির্মান করার জন্য গত এক মাস থেকে চেষ্টা করেও,জায়গার অভাবে ড্রেনটি নির্মান করতে পারছেন না। তিনি বলেন,রাস্তার পাশ দিয়ে পাকা ড্রেন নির্মান করতে গেলে জায়গার মালিকরা বাঁধা সৃষ্টি করছেন,সেকারনে ড্রেনটি নির্মান করতে পারছেনা। তবে তিনি রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে আবেদন করেছেন বলে জানান। এদিকে গ্রামবাসীদের দাবী সড়কের পাশ দিয়ে পাকা ড্রেন নির্মানসহ রাস্তাটি পাকা করন করলে তাদের দির্ঘদিনের দুর্ভোগ থেকে রক্ষা পাবেন তারা। বিষয়টি নিয়ে কথা বললে,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান,তিনি বিষয়টি জাননে না,তবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বিষয়টি দেখার জন্য বলবেন।
Posted ৮:১২ অপরাহ্ণ | শনিবার, ২০ মে ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |