আজিজুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু। এসময় তার দুই কন্যা ও দুই জামাতা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মাঝে দুইবান করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে এতে হাবিবুর রহমান, জাফর, জিল্লু, খায়ের ও কৈতুরি বেগম এর থাকার ঘর ও রান্নাঘরসহ ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
Posted ১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |