আজিজুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সেই ভিক্ষুক কৈতুরী বেগমের পাশে দাঁড়ালেন বাংলাদেশ বঙ্গবন্ধু সেনা পরিষদের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মেজর (অবঃ) আতমা হালিম। তিনি সোমবার সকালে উপজেলার মাঝারদিয়া গ্রামে কৈতুরী বেগমের বাড়ীতে হাজির হয়। এ ছাড়াও এ অগ্নিকান্ডের ঘটনায় আরো ৭ টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এসময় তিনি তাদেরও খোঁজ খবর নেয় এবং ৮টি পরিবারের মাঝে ঢেউটিন, খাদ্যসামগ্রী ও ঈদের উপহার তুলে দেয়। এ সময় ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ১ ব্যান্ডেল ঢেউটিন, ২৫ কেজী চাল, ৫ কেজী ডাল, ১০ কেজী আটা, ২ লিটার তেল, একটি লুঙ্গী, ১ শাড়ী ও সাথে ঈদ সামগ্রী তুলে দেন। এ ছাড়াও ভিক্ষুক কৈতুরী বেগমের যাতে আর ভিক্ষা করতে না হয় সে জন্য প্রতি মাসে দুই হাজার টাকা করে প্রদান করবেন বলে ঘোষনা দেন।
উল্লেখ্য গত ১৪ এপ্রিল দিবাগত রাতে রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে একই বাড়ীর ৮টি অসহায় পরিবারের ৮টি ঘর ভস্মীভূত হয়। এই সব সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, বল্লভদী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শফিকুর রহমান মিলন, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, সেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি সৈয়দ আলী, আবু বক্কর ( মেম্বর), কবির মেম্বার, কৃষকলীগ নেতা কবির হোসেন ( মেম্বর), যুবলীগ নেতা লুৎফর রহমান, রাসেল মাহমুদ প্রমূখ।
Posted ৪:২২ অপরাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |