বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হারিয়ে যাওয়া খেলা নিয়ে মানিকগঞ্জের ঈদ উৎসব

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট  

হারিয়ে যাওয়া খেলা নিয়ে মানিকগঞ্জের ঈদ উৎসব

 

 


নানা ধরনের গাছে চড়তে পারেন অনেকেই। কিন্তু গাছটি যদি হয় কলাগাছ আর তাতে থাকে তেল মাখানো। সেই গাছ বেয়ে উঠবে কিশোর বা তরুনরা নয়, পঞ্চার্ধ্বো প্রবীণরা।   তাহলে কতটা মজাদায়ক আর কষ্টসাধ্য ব্যাপার? তেল মাখানো এমন কলাগাছে উঠতে প্রাণান্তকর চেষ্টা করতে দেখা গেল অর্ধশত মুরুব্বীদের।  আরেক পাশে চলছে গাঁয়ের বৌঝিদের মজার খেলা বল লাথি মেরে তেলের বোতল ফেলা।   যে ফেলবে সেই তেলের বোতল তার।  আরো ছিল  হাঁড়ি ভাংঙ্গা, চোখ বেধে হাঁস ধরা, মিউজিক্যাল চেয়ার খোলাসহ নানা আয়োজন।

 

রবিবার (২৩ এপ্রিল) বিকালে শহরের পশ্চিম  সেওতা এলাকায়  নতুন রাস্তা এলাকায়  হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার এমন ব্যতিক্রমী আয়োজন ছিল। হারানো খেলাগুলো নতুন প্রজন্মের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিতে গ্রামীণ খেলাধুলার উৎসব শত শত মানুষ উপভোগ করেন।

 

 

সামাজিক সংগঠন মেঘদূত বাংলাদেশ এর উদ্যোগে  ইতালী প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মো: মোজাম্মেল হোসেন মোল্লার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সহযোগিতা করেন মানিকগঞ্জ জেলা এস এস সি ৯৭ ব্যাচ।

 

এসময় পুরুষদের হাঁড়ি ভাংঙ্গা, কলা গাছে উঠা, চোখ বেধে হাঁস ধরা, নারীদের  বল লাথি মেরে তেলের বোতল ফেলা  ও মিউজিক্যাল চেয়ার  খোলা সহ অন্যান্য খেলা। প্রতিযোগিতা শেষে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

 

 

 

সর্বশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র এর স্মার্ট টেলিভিশনটি স্পন্সার করেন মানিকগঞ্জ জেলা ইতালি সমিতির সাংস্কৃতিক সম্পাদক সামিয়া আক্তার। র‌্যাফেল ড্রতে ৩২ ইঞ্জি এলইডি স্মার্ট টেলিভিশন সহ আকর্ষনীয় ৩৫টি পুরস্কার বিতরণ করা হয়।

 

পুরষ্কার বিতরণ করেন, পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম, মানিকগঞ্জ জেলা চাউল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আজমত আলী হাবুল, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, আরিফুর রহমান মাতাব্বর, আহাদ  মাষ্টার,  শাহীনুর রহমান, ব্যাংক কর্মকর্তা লুৎফুল কবীর টিটু , মো: শরিফুল ইসলাম বাবু, সাংবাদিক  মো: আকরাম হোসেন, সাংবাদিক মো: শফি আলম।

 

 

আয়োজক কমিটির অন্যতম সাংবাদিক মো: শফি আলম বলেন, প্রতিবছেই ঈদে মানুষদের একটি বাড়তি আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হয়। আগামীতেও এই ধরাবাহিকতা আরো ব্যতিক্রম আয়োজন অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ২:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com