মঙ্গলবার ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হাফ ভাড়া দিতে চাওয়ায় ‘ধ’র্ষ’ণের হুমকি’, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২১ নভেম্বর ২০২১ | প্রিন্ট  

হাফ ভাড়া দিতে চাওয়ায় ‘ধ’র্ষ’ণের হুমকি’, শিক্ষার্থীদের বিক্ষোভ

হাফ পাসের ভাড়া নিতে বলায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে বাসের হেলপার ধর্ষণের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করার দাবিতে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।


কলেজ প্রাঙ্গণের ভেতরে রবিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিক্ষোভ শুরু হলেও এক ঘণ্টা পর শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে বকশীবাজার মোড় অবরোধ করেন।

তাদের অবরোধের কারণে শহীদ মিনার থেকে বকশীবাজার এবং চানখাঁরপুল থেকে বকশীবাজার রোডে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের এক সহপাঠী শনিবার কলেজে আসার সময় হাফ ভাড়া দিতে চাইলে ঠিকানা পরিবহনের হেলপার তাকে ধর্ষণের হুমকি দেয়। এর প্রতিবাদে তারা আজকে সড়ক অবরোধে নেমেছেন।

 

কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘হাফ পাসের কারণে অনেক বাস আমাদের তুলতে চায় না। হাফ ভাড়া দিতে গেলে হ্যারাসমেন্টেরও শিকার হতে হয়। গতকাল আমাদের এক সহপাঠী ধর্ষণের হুমকি পেয়েছে। আমরা এর বিচার চাই। আর হাফ পাস কার্যকর চাই।থ

বিক্ষোভে তারা ধর্ষণের হুমকির বিচার চেয়ে এবং হাফ পাসের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। ‘আমার বোন নির্যাতিত কেন, বিচার চাই বিচার চাইথ, ‘হাফ পাস আমাদের অধিকার, দিতে হবে দিতে হবেথ ইত্যাদি স্লোগানও তুলতে শোনা যায়।

এর মধ্যে বদরুন্নেসা কলেজের কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মানার বিষয়ে আশ্বাস দিলেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ ছাড়তে রাজি হননি।

 

বদরুন্নেসার শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে হাফ পাসের দাবিতে বকশীবাজার মোড়ে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের কিছু শিক্ষার্থীও। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে উদয়ন স্কুল এবং বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরাও।

 

Facebook Comments Box

Posted ১:০০ অপরাহ্ণ | রবিবার, ২১ নভেম্বর ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com