আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এওয়ার্ড (এসোসিয়েশন ফর ওয়াটসন এন্ড রুরাল ডেভেলপমেন্ট) এর অর্থায়নে শিক্ষার্থীর মধ্যে ড্রেস বিতরণ করা হয়। নতুন স্কুল ড্রেস পেয়ে খুশি শিশু শিক্ষার্থীরা।
এওয়ার্ড সভাপতি স্বপন কুমার সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।
প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস. আর আনছারী বিল্টু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসমা আক্তার রোজী।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। তোমাদের সুশিক্ষা নিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে। ভালো মানুষ হতে হবে।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩
Desh24.news | Azad
.
.