সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জের সিংগাইরে বায়রা ইউনিয়নের চর চারাভাঙ্গা গ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ মমান্র্Íিক ঘটনায় এলাকায় বেশ কিছুদিন ধরেই চলছে সমালোচনা ও তোলপাড়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সরেজমিন তদন্তে জানা যায়, শুক্রবার (২৮ মে) ৬ টার দিকে ঐ গ্রামের মৃত. নয়ন খাঁর পুত্র রহিম (৫৫) এর ধানের খোলায় একই গ্রামের তোপাজ্জলের কন্যা (৮) ও তার সাথীদের সঙ্গে খেলা করছিল। এ সময় লম্পট রহিম লিচু কুঁড়ানোর লোভ দেখিয়ে ঐ শিশু কন্যাকে ভাগিয়ে নিয়ে তার ইরি প্রজেক্টের মেশিন ঘরে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে।
এদিকে শিশু কন্যাটি ফিরে না আসায় তার সাথীরা তার বাড়ীতে খবর দেন। পরে ঐ কন্যা শিশুরটির দাদী সুফিয়া তাকে খুঁজতে বের হয়। পরিবারের লোকজন খেঁাজাখুজির পর প্রজেক্টের মেশিন ঘরে অশালীন অবস্থায় তাকে দেখতে পায়। এসময় লম্পট রহিম লোকজন দেখে সটকে পড়ে।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সালিশ-মীমাংসার চেষ্টা করা হয়। পরে মীমাংসা না হওয়ায় থানায় মামলা হয়। রহিম পলাতক রয়েছে। ওসি সফিকুল ইসলাম মোল্যা সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে, আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
Posted ৬:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১
Desh24.news | Azad
.
.