ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোছাঃ তাছলিমা আকতার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান (মিজান), বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের, আক্কাস মিয়া, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার সাংবাদিকদের জানান, ৬ষ্ট শ্রেনীতে ভর্তির জন্য মোট ২১৫ জন শিক্ষার্থী আবেদন করেছে, তার মধ্যে থেকে লটারীর মাধ্যমে ৬০ জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়।
Posted ১:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |