আজিজুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ | প্রিন্ট
ফরিদপুরের সালথায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ স্কাউটস সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও সভাপতি বাংলাদেশ স্কাউটস ফরিদপুর মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক মোঃ শামীমুল ইসলাম এল. টি, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর সহকারী কমিশনার বদিউজ্জামান রিশাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদক খায়রুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিরাজ আলী। এছাড়াও বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্কাউটস শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন,
স্কাউটস একটি নাম নয় এটি একটি আন্দোলন। ১৯০৮ সালে রবার্ট বেডেন পাওয়েল একটি আন্দোলনের মাধ্যমে এখন কিন্তু বিশাল বাহিনী হিসেবে পরিণত হয়েছে। বর্তমানে পৃথিবীতে ৪০মিনিয়ন স্কাউটস কর্মী রয়েছেন তার মধ্যে বাংলাদেশে ১৬ লক্ষ স্কাউটস কর্মী রয়েছেন। স্কাউটস হিসেবে পৃথিবীর মধ্যে ৫ম স্থানে রয়েছে বাংলাদেশ। তিনি আরও বলেন, দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে জনগণকে ইতিবাচক, স্মার্ট ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হতে হবে। স্কাউটিং কার্যক্রম পারে ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে।
অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষকের কাউন্সিলর হিসেবে প্রস্তাবের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। আগামী তিন বছরের জন্য পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীন কে সভাপতি ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়া কে সম্পাদক, কাগদী মুরাটিয়া মোঃ আঃ মজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ফারুকুজ্জামান ফকির কে স্কাউটস লিডার, বিভাগদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রহীম মোল্লাকে কমিশনার ও ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল হক কে স্কাউটস কাব লিডার নির্বাচিত করা হয়। এবং ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় এ সভায়।
Posted ৬:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |