আজিজুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি | সোমবার, ২৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
“পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” বাস্তবায়নে ফরিদপুরের সালথায় চালকল, চাল ব্যবসায়ী, মিল মালিক ও পাট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ফরিদপুর এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায়
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তুরাজ আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু।
সভায় বক্তারা বলেন, পাট জাত দ্রব্য উৎপাদন ও ব্যবহার করে পরিবেশ রক্ষা করতে হবে। প্লাস্টিক ও পলিথিন পণ্যের ব্যবহারে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। টেকসই উন্নয়নে পাট জাত দ্রব্য ব্যবহার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।
Posted ১:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |