মঙ্গলবার ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সালথায় নবকাম পল্লী কলেজে নবীন বরণ, গুণীজন সংবর্ধনা ও পিঠা মেলা অনুষ্ঠিত

আজিজুর রহমান, ফরিদপুর প্রতিনিধিঃ   |   শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট  

সালথায় নবকাম পল্লী কলেজে নবীন বরণ, গুণীজন সংবর্ধনা ও পিঠা মেলা অনুষ্ঠিত

 

ফরিদপুরের সালথায় নবকাম পল্লী কলেজের একাদশ শ্রেণী ও ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, গুণীজন সংবর্ধনা, পিঠা মেলা ও সৈয়দা সাজেদা চৌধুরী একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় নবকাম পরিবারের আয়োজনে উক্ত কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু। পিঠা মেলায় মোট২০টি স্ট্রলে বিভিন্ন রকমারির পিঠার আয়োজন করা হয়েছে।


 

এ সময় কলেজের পক্ষ থেকে প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীকে (মরণোত্তর) সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও আগত অতিথিদের মাঝে স্মারক সম্মাননা প্রদান হয়।

 

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ও নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির সভাপতি প্রণব কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর -২আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম, এম মোশাররফ হোসেন, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, সালথা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উক্ত কলেজের গভর্নিং বডি ঢাকা বোর্ডের প্রতিনিধি সদস্য মোঃ নিরুল মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, যদুনন্দী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,  যুবলীগের সহ-সভাপতি সাহজাহান সাজ্জাদ, যুবলীগ নেতা ও রুপপাত ব্রাম্মন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাইয়ুম মোল্লা, কলেজ পরিচালনা পরর্ষদ সদস্য রুমানুজ্জামান ( রুমান) প্রমুখ। এছাড়াও কলেজের গভর্নিং বডির অন্যন্য সদস্য, অত্র কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী সালথা- নগরকান্দা, কৃষ্ণপুর ইউনিয়নবাসীর জন্য অনেক কিছু করে গেছেন। এখানকার প্রতিটি ভবণের ইটে গায়ে লেখা রয়েছে সৈয়দা সাজেদা চৌধুরীর নাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার বিকল্প নেই। এ এলাকার কাইজ্জা বন্ধ করতে হবে পড়াশোনার দিকে মনোযোগী হয়ে সকলকে সত্যিকারের মানুষ হতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ২:৫১ অপরাহ্ণ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com