আজিজুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
ফরিদপুরের সালথায় রাতে অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক আটটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাতে মাঝারদিয়ার গ্রামে রান্নাঘর থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে হাবিবুর রহমান, জাফর, জিল্লু, খায়ের ও কৈতুরি বেগম এর থাকার ঘর পুড়ে যায়। সেই সাথে ৩টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। এই আগুনে ৫টি পরিবারের আনুমানিক ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |