আজিজুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
ফরিদপুরের সালথায় অসহায়, ছিন্নমূলদের পাশে দাঁড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় বিভাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো. সাইফুল ইসলাম ফারুকের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আটঘর ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মো: আমির হোসেন মৃধা, বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা জাহিদ হোসেন মৃধা, সহসভাপতি শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আবু রাসেল, সমাজকল্যান সম্পাদক মো: রইচ উদ্দিন রিয়াল, কার্যনিবার্হী সদস্য মো: ইকরামুল হক মোল্লা, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাজহারুল ইসলাম সাগর প্রমুখ।
ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা রুবেল বলেন, আমরা কোন দান বা যাকাত বিতরণ করছি না। আমরা আপনাদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের এলাকার কিছু লোকজন মিলে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন ভবিষ্যতে সংগঠনটি বিভাগদী গ্রামের বিভিন্ন ধরনের উন্নয়নের পাশাপাশি সমগ্র সালথা উপজেলার উন্নয়নে কাজ করতে পারে।
Posted ৭:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |