ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া এলাকায় এক বিধবা মহিলার উপর হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় তার দুটি পা ভেঙ্গেছে বলে জানাযায়। স্থানীয় সূত্রে জানাগেছে শুক্রবার সকাল অনুমান সাড়ে নয়টার দিকে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় দলপক্ষের সূত্র ধরে পূর্বশত্রুতার কারনে শুক্রবার সকালে স্থানীয় এই মহিলার পুত্র সজিব মোল্লা মাঝারদিয়া বাজারে গেলে প্রতিপক্ষ উজ্বলের লোকজন তাকে হামলার চেষ্টা কালে সজিব টের পেলে দ্রুত পাশেই ব্রীজের গোড়ায় তার বাড়ি দৌড়ায় পালানোর চেষ্টা করে এসময় সজিবের মা জোসনা বেগম (৪৮) আগায় ঠেকাতে আসলে হামলা কারিরা জোসনা বেগম কে ব্যাপক মারধোর করে এবং এই হামলায় জোসনার পা ভেঙ্গে যায়। স্থানীয ইউপি সদস্য নুর আলম জানায়, এই এলাকায উজ্বল মাতুববরে একটি ভংয়কার গ্রুপ রয়েছে । এদের নির্যাতনে এলাকাবাসী খুবিই অতিষ্ঠ, প্রশাসনের মাধ্যেমে এলাকাবাসী এদের হাত থেকে মুক্তিচায়। আজ খামখিয়ালী ভাবে জোসনা বেগম নামে আমার চাচীকে সকাল সাড়ে নয়টার দিকে ব্যাপক মারধোর করে তার দুটি পাঁ ভেঙ্গে ফেলে তারা।
পরিবারের পক্ষ থেকে জানায় এবিষয় আমরা পুলিশ প্রশাসন কে অবগত করেছি। রুগি একটু সুস্থ্য হলে থানায় লিখিত অভিযোগ দিব। এবিষয় স্থানীয় উজ্বল এর সাথে কথা বলতে বার বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন না।
Posted ৯:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪
Desh24.news | Azad
.
.