ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁন্দাখোলা গ্রামে এক ছালগের খামারে গভীর রাতে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা এতে ১৭ ছাগলসহ খামারটি পুড়ে যায়। সোমবার (১৪ অক্টোম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। খামারের মালিক চান্দাখোলা গ্রামের বাসিন্দা রিপন মোল্লা বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যারাতে ছাগলের খাবার,পানি দিয়ে দরজা বন্ধ করে তালা মেরে দেয়। খামারের পাশেই আমার বসতঘর গিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত দেড়টার দিকে ছাগলগুলোর বিকট চিৎকার চেচামেচি শুনে ঘুম ভেঙে যায়, উঠে দেখি আমার খামারটি আগুনে জ্বলছে। কোন একটা ছাগল বের করার মতো পরিস্থিতি ছিলো না। চোখের সামনে আমার ১৭টি ছাগল ও খামারটি পুড়ে গেল।
রিপন অভিযোগ করে বলেন, আমার প্রতিবেশী কিছু লোক শত্রুতা করে পেট্রল ছিটিয়ে পরে আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে। তার নমুনা ও পাওয়া গেছে।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক,শুনে ঘটনাস্থলে গিয়েছি। খামারের মালিকের অভিযোগের বিষয়টি যাতে সঠিক তদন্ত হয়, প্রকৃতি অপরাধীরা শান্তির আওতায় আসে সে বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ কে সুপারিস করব।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
Desh24.news | Azad
.
.