আজিজুর রহমান, (ফরিদপুর) প্রতিনিধি | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই স্লোগান সামনে রেখে শিক্ষার মান উন্নয়নের লক্ষে এই প্রথম ফরিদপুরের সালথায় ক্লাস্টার মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জয়ঝাপ উচ্চ বিদ্যালয় হলরুমে শিক্ষকদের সাথে এ মিটিংয়ের আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জয়ঝাপ উচ্চ বিদ্যালয়।
জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দশনামুলক বক্তব্য রাখেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী।
এসময় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আক্তার হোসেন শাহিন বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে সব সময় কাজ করে আসছে। শিক্ষান মান আরো উন্নত করতে আমরা সবাই মিলে কাজ করবো। এরকম অনুষ্ঠান কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৮:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.