মোঃশফি আলম মানিকগঞ্জ প্রতিনিধি | শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট
রোগের স্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার আয়োজনে মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া এলাকায় অবস্থিত ৫শ শয্যা বিশিষ্ট কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এসময় পৌরসভার মেয়র মো. রমজান আলী, কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো.জাকির হোসেন, হাসপাতালের পরিচালক মো. আরশ্বাদ উল্লাহ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল ও পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসসহ পৌরসভার কাউন্সিলর ও কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেয়র মো. রমজান আলী বলেন, পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে হাসপাতালের পরিবেশ আরো ভালো হবে। এতে করে রোগীদের সংখ্যাও বাড়বে। কারন শুধু চিকিৎসা দিলেই হবে না। সবাই মিলে হাসপাতালের পরিবেশকেও সুন্দর রাখতে হবে। হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.