ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট
ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক।
সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী জেলা প্রশাসন আব্দুল জলিল। এছাড়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান- প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক শাহানা আখতার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার শাখা ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ড. নাসিম আখতার।
এছাড়াও মুক্ত আলোচনায় বক্তব্য দেন, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা , বাংলাদেশ বেতার মনির হাসান।
প্রসঙ্গত, রাজশাহী জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধনের হারের ভিত্তিতে শ্রেষ্ঠ নিবন্ধক পবার দর্শনপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল হাসান, তাহেরপুর পৌরসভার মেয়র মো. আবুল কালাম আজাদ ও পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |