আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মহান মুক্তিযুদ্ধের গল্প শুনল শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
গতকাল মঙ্গলবার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজের কবি নজরুল প্রমীলা মঞ্চে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আওলাদ হোসেন, প্রভাষক মো: তারা মিয়া।
মুক্তিযুদ্ধকালীন সময়ের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান হোসেন বলেন, ৭১ সালে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিলেন, তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। ২৯ অক্টোবর সিংগাইরের গোলাইডাঙ্গায় পাকিস্তানি বাহিনীর ৬টি নৌকা ডুবিয়ে দেই। ওই সময় পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিবেদনেই জানা যায় ৮৩ জন সেনা মারা যায় ওই যুদ্ধে। এছাড়াও আমি আরও চার পাঁচটি বড় যুদ্ধ মানিকগঞ্জে করছি। তোমাদের জীবনটা যেন পরাধীনতায় না যায় তা করার জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি।’
দশম শ্রেণির শিক্ষার্থী লিয়া আক্তার বলে, ‘আমরা মুক্তিযুদ্ধের বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে যুদ্ধের সত্যিকারের গল্প শুনেছি। তাঁদের কথা শুনলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমাদের জন্য তাঁরা জীবন বাজি রেখে লড়াই করেছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।’
Posted ৮:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |